নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ‘মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত সৌদি আরব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয়।
সেমিনারে বক্তারা বলেন, বিদেশে যেতে হলে সর্বপ্রথম প্রয়োজন ভাষাজ্ঞান ও কর্মদক্ষতা। দক্ষতা অর্জন করলে বিদেশগমন আর ব্যয়বহুল হবে না। বরং বিদেশি রাষ্ট্রগুলোই দক্ষ জনশক্তিকে নিতে আগ্রহী হবে। অপরদিকে অদক্ষ শ্রমিকরা প্রতারণা ও ভোগান্তির শিকার হওয়ার ঝুঁকিতে থাকেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। সেমিনারের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাজমুল হক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও প্রায় আট শতাধিক অংশগ্রহণকারী।
রাজশাহী টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাজমুল হক বলেন, “নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা ও প্রশিক্ষণের বিকল্প নেই। দক্ষ জনশক্তিই পারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং রেমিট্যান্স আয় বৃদ্ধি করতে। এই কর্মসূচি অদক্ষ জনবলকে দক্ষ জনবলে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply