মোঃ আরিফ বিশেষ প্রতিনিধি..
ইফতারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট জাগ্রত ব্যবসায়ী মুন্সী শাহরিয়ান কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গিয়াস উদ্দিন।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত ক্যাপ্টেন মোঃ ইমরান হোসেন।
আরো উপস্থিত ছিলেন সার্বিক তত্ত্বাবধানে মোঃ তাহাজ্জত হোসেন বিপ্লবী আনোয়ার।
রাজশাহী জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব প্রতিবছর ধরে এই ইফতার ও দোয়া ও মাহফিল করে যাচ্ছে।
সাধারণ মানুষের পাশে পাশে সব সময় থাকেন এবং অসহায় মানুষদের পাশে থেকে রক্ত দিয়ে যাচ্ছেন এই জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব ও জনতা রাজশাহী জেলা।
এই জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রাজশাহী জেলার পক্ষ থেকে রোজাদার ব্যক্তির জন্য এবং পাশাপাশি জাগ্রতর সদস্য দের নিয়ে এই ইফতারের আয়োজন করা হয়।
হেড অফিস ঢাকা ৫৭/২,চেয়ারম্যান বাড়ি,বনানী,ঢাকা-১০০০০।
বর্তমান ঠিকানা রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা
সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ সাহেব। 01304326396.01881655656.
ইমেইল:- am.24newstv@gmail.com
পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
01620842406
নির্বাহী সম্পাদক মোঃ হানিফ মাতুব্বর।
©️সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪