মোঃ খোরশেদ আলম (লালন)
স্টাফ রিপোর্টার ..
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ৩নং পানানগর ইউনিয়ন বিএনপি'র প্রবীণ রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব বাছের আলী প্রামানিক (মেম্বার)তিনি পাঁচ বার জনগনের ভোটে মেম্বারের দায়িত্ব পালন করছেন, তার স্মৃতি স্বরনে এই আয়োজন ও তার সহধর্মিণী মরহুম ফাতেমা বেগমের রুহের মাগফিরাত কামনায় রঘুনাথপুর শেখপাড়া গ্ৰামে খেলার মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দুর্গাপুরের প্রিয় নেতা বর্তমানে এমপি হিসেবে মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ ইসফা খাইরুল হক শিমুল ।
এই মাহফিলে মরহুমদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং তাদের রাজনৈতিক ও সামাজিক অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
এই মাহফিলের আয়োজক মোঃ খবির উদ্দিন আহমেদ সাবেক সাধারণ সম্পাদক পানানগর ইউনিয়ন বিএনপি। বর্তমানে উপজেলা সভাপতি পদপ্রার্থী এবং চেয়ারম্যান মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন প্রত্যাশী। আজকের আয়োজন সুন্দর পরিবেশে সম্পুর্ন হয়েছে। আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফেরদাউস বেহেশত জীবন দান করুন আমিন।
হেড অফিস ঢাকা ৫৭/২,চেয়ারম্যান বাড়ি,বনানী,ঢাকা-১০০০০।
বর্তমান ঠিকানা রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা
সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ সাহেব। 01304326396.01881655656.
ইমেইল:- am.24newstv@gmail.com
পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
01620842406
নির্বাহী সম্পাদক মোঃ হানিফ মাতুব্বর।
©️সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪