দেশের প্রতিবাদেক...
নরসিংদীর মাধবদী এলাকায় বলাই পাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক ছাত্র হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি মাধবদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মাধবদীর সাবেক মেয়র মোশারফ হোসেনের ঘনিষ্ঠ সহযোগী। অভিযোগ রয়েছে, তিনি ছাত্র আন্দোলন দমন করতে বিপুল অর্থ ব্যয় করেছেন এবং সোনালী টাওয়ার থেকে ছাত্রদের ওপর গুলিবর্ষণ করেছেন। তার বিরুদ্ধে মাধবদী থানায় ও আদালতে একাধিক হত্যা মামলা থাকলেও, তিনি এখনও গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছেন।
স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে যে, বলাই পাল প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আঁতাত করে নিজেকে আইনের আওতার বাইরে রেখেছেন। তার অত্যাচারে মাধবদীবাসী অতিষ্ঠ, এবং অনেকেই তার বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ তুলেছেন। মাধবদী বাজারে তার তিনটি বন্ধকি স্বর্ণের দোকান রয়েছে, যেখানে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ।
ভুক্তভোগী পরিবার ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলাই পালের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, নরসিংদী জেলায় ছাত্র হত্যার অভিযোগে ইতিপূর্বে আরও কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাধবদীর সাধারণ জনগণ ও ভুক্তভোগীরা বলাই পালের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার আশা করছেন।
হেড অফিস ঢাকা ৫৭/২,চেয়ারম্যান বাড়ি,বনানী,ঢাকা-১০০০০।
বর্তমান ঠিকানা রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা
সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ সাহেব। 01304326396.01881655656.
ইমেইল:- am.24newstv@gmail.com
পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
01620842406
নির্বাহী সম্পাদক মোঃ হানিফ মাতুব্বর।
©️সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪