নিজস্ব প্রতিবাদেক.....
শেরপুরের সদর উপজেলার সাপমারী এলাকা কে.আর সেভেন. বাংলাদেশ লিমিটেড নামে একটি নকল সার কারখানায় যৌথ বাহিনীর অভিযানে ৪০০ বস্তা ২০ টন নকল জিপসাম সার জব্দ করা হয়েছে।
গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় কৃষি অফিসের যৌথ অভিযানে এসব সার উদ্ধার ও জব্দ করা হয়।জব্দকৃত সারের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানাযায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় একটি ট্রাকে করে ৪০০ বস্তা জিপসাম সদৃশ রাসায়নিক সার এনে একটি গোডাউনে নামানো হচ্ছিল। এসময় ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ ৪০০ বাস্তায় ২০ টন নকল সার জব্দ করা হয়েছে। অভিযানের সময় ট্রাকের হেলপার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। এ সময় গোডাউন মালিক রুবেল মিয়া পালিয়ে যান।
শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সেভেন কে আর কোম্পানির সার আমদানি ও প্যাকেটজাত করার অনুমোদন থাকলেও আটককৃত সারগুলোতে কোনো ট্রেডমার্ক বা নাম নেই। ল্যাব টেস্ট ছাড়া এগুলো আসল না নকল, তা নিশ্চিত করা সম্ভব নয়। পাশাপাশি, প্যাকেটজাতকরণের পরিবেশও মানসম্পন্ন নয়। আমদানিকৃত সার ভারত থেকে আনা হয়েছে বলে দাবি করা হলেও তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
হেড অফিস ঢাকা ৫৭/২,চেয়ারম্যান বাড়ি,বনানী,ঢাকা-১০০০০।
বর্তমান ঠিকানা রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা
সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ সাহেব। 01304326396.01881655656.
ইমেইল:- am.24newstv@gmail.com
পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
01620842406
নির্বাহী সম্পাদক মোঃ হানিফ মাতুব্বর।
©️সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪