1. admin@am24newstv.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

বায়েজিদ বোস্তামী থানার পুলিশের অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী আসিফসহ ৬ জন আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ক্রাইম রিপোর্টার মোঃ কামাল উদ্দিন

অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, বায়েজিদ বোস্তামী থানা, সিএমপি, চট্টগ্রাম এর নেতৃত্বে এসআই (নিঃ)/কাজী আবিদ হোসেন, এসআই/নুর ইসলাম, এসআই/সোহেল রানা, এসআই/সুমন বড়ুয়া শাপলা, এসআই/কাজী রজিবুল ইসলাম, এসআই/জসিম উদ্দিন-২, এএসআই/সৈয়দ আবুল হাসেম, এএসআই/মোঃ মেজবাহ উদ্দিন, এএসআই/মোঃ জয়নাল আবেদীন, এএসআই/শফিকুল ইসলাম, এএসআই/মোঃ আনোয়ার হোসেন, এএসআই/শাহ আলম, এএসআই/আনছারুল করিম, এএসআই/মোঃ আব্দুল মালেক, স্পেশাল-৩৪ (দিবা) এর এসআই/লুৎফর রহমান সোহেল রানা, কং/৩৪২৬ মীর হোসেন, কং/১৬৭২ মোশারফ হোসেন, ঈগল ৩৪-২ এএসআই/মোঃ মতিউর রহমান, সকলেই বায়েজিদ বোস্তামী থানা সিএমপি, চট্টগ্রাম, কং/৪৫১৭ মোঃ ওবাইদুল্লাহ, কং/৬২২৮ মোঃ সাব্বির, সাং-দামপাড়া পুলিশ লাইস্, সিএমপি, চট্টগ্রামদের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২৭/০১/২০২৫ইং তারিখ ২০.২০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন তিন রাস্তার মোড় ইউসুফের বাড়ীর ২য় তলায় উত্তর পাশের শেষ রুম হইতে ১টি দেশীয় তৈরী পাইপ গান (এলজি), ৩টি হাসুয়া, ৬টি কিরিচি, ২টি চাইনিজ কুড়াল, ২টি কাটার, ১টি ড্রিল মেশিন, ৬টি এন্ড্রয়েড মোবাইল, ৪টি বাটন মোবাইল, ৫টি ডেমো মোবাইল, ১টি ইলেকট্রিক শট, ১টি মনিটর, ৩টি হাত ঘড়ি, ৮টি এটিএম কার্ড, ১টি হ্যান্ড ব্যাগ, ১টি সাদা প্লাস্টিকের বস্তাসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী মোঃ আসিফ (২২) সহ, ১। মোঃ হাসান (২০), ২। মোঃ ফয়সাল (১৯), ৩। মোঃ আজিম উদ্দিন (২৩), ৪। মোঃ রিফাদ (১৯), ৫। মোঃ জুয়েল (২০) দের আটক করা হয়। অন্যান্য আসামীরা পালিয়ে যায়। আসামীরা বিভিন্ন তারিখ ও সময়ে বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিভিন্ন জায়গায় উদ্ধারকৃত অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করিয়া বিভিন্ন পথচারী কাছ থেকে উপরোক্ত মোবাইল, টাকা পয়সা, ঘড়ি, এটিএম কার্ডসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে।

গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ আসিফ (২২), পিতা- ইউসুফ, মাতা-মোছাঃ জরিনা বেগম, সাং-জামশেদ শাহ রোড, আব্দুল নবীর বাড়ী, তিন রাস্তার মোড়, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম। ২। মোঃ হাসান (২০), পিতা-মৃত আব্দুল মোতালেব, মাতা-মরিয়ম বেগম, সাং-শহিদনগর, গাউছিয়া মসজিদ, সিরাজ কোম্পানীর বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ ফয়সাল (১৯), পিতা-মোঃ নেজাম, মাতা-নাজমুন নাহার, সাং-শহিদনগর, গাউছিয়া মসজিদ খলিল সাহেবের বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম। ৪। মোঃ আজিম উদ্দিন (২৩), পিতা-মোঃ চান মিয়া, মাতা-নূর নাহার বেগম, সাং-মাইজপাড়া, মাছাদু কলোনী, আজাহার ডাক্তারের বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ রিফাদ (১৯), পিতা-মোঃ জামিরুল রহমান, মাতা-সাহিদা বেগম, সাং-কাকছিড়া, এস এম নজরুল ইসলামের বাড়ী, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা, বর্তমানে-ভক্তপুর, জরিপ আলী বাড়ী, ৩নং ওয়ার্ড, শাহ হাবিবুল্লাহ রোড, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৬। মোঃ জুয়েল (২০), পিতা-মোঃ শাহাজান, মাতা-ফাতেমা আক্তার, সাং-খলিল শাহ মাজার গেইট, মোকলেছ সওদাগরের বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম

আসামীদের পিসি/পিআরঃ ১নং আসামী আফিস এর বিরুদ্ধে ১। বায়েজিদ বোস্তামি থানার মামলার নং-১৯, তারিখ-১৩/১১/২০২৪; ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩০৭/৪২৭/৪৪৮/৩৮০/৩৮৫/৫০৬ পেনাল কোড ১৮৬০,

২নং আসামী হাসান এর বিরুদ্ধে ১। বায়েজিদ বোস্তামি থানার মামলার নং-৩৮, তারিখ- ৩১/১২/২০২৪; ধারা-৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025