বিশেষ প্রতিনিধ মোঃ আরিফ ইসলাম....
মঙ্গলবার ভোর থেকে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোন ট্রেন। লোকাল, আন্তঃনগর, মেইলসহসব ধরনের ট্রেন বন্ধ । ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। সকালে ট্রেন না পেয়ে স্টেশনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা।
হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা বলেন, রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানতো তাদের এই কর্মসূচির কথা তাহলে টিকিট ছাড়লো কেন। ট্রেন বন্ধের বিষয়ে কোন পূর্বনির্দেশনা না দাওয়াই ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। দাবি আদায়ের যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক,এমন প্রশ্ন করেন যাত্রীরা।
এদিকে সকাল থেকেই রাজশাহী রেলস্টেশনে, যাত্রী নিরাপত্তাসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে। রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন। কোন প্রকার টাকা কাটা হবে না বলেও উল্লেখ করেন রেল কর্মকর্তারা।
হেড অফিস ঢাকা ৫৭/২,চেয়ারম্যান বাড়ি,বনানী,ঢাকা-১০০০০।
বর্তমান ঠিকানা রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা
সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ সাহেব। 01304326396.01881655656.
ইমেইল:- am.24newstv@gmail.com
পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
01620842406
নির্বাহী সম্পাদক মোঃ হানিফ মাতুব্বর।
©️সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪