ক্রাইম রিপোর্টার মোঃ কামাল উদ্দিন
অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, বায়েজিদ বোস্তামী থানা, সিএমপি, চট্টগ্রাম এর নেতৃত্বে এসআই/মোঃ নাঈমুর রহমান, এসআই/কাজী আবিদ হোসেন এসআই/নুর ইসলাম, এসআই/সোহেল রানা, এসআই/সুমন বড়ুয়া শাপলা, এসআই/কাজী রজিবুল ইসলাম, এসআই/জসিম উদ্দিন-২, এএসআই/সৈয়দ আবুল হাসেম, এএসআই/মোঃ মেজবাহ উদ্দিন, এএসআই/মোঃ জয়নাল আবেদীন, এএসআই/শফিকুল ইসলাম, এএসআই/মোঃ আনোয়ার হোসেন, এএসআই/শাহ আলম, এএসআই/আনছারুল করিম, এএসআই/মোঃ আব্দুল মালেক, স্পেশাল-৩৪ (দিবা) এর এসআই/লুৎফর রহমান সোহেল রানা, কং/৩৪২৬ মীর হোসেন, বহু/১৬৭২ মোশারফ হোসেন, ঈগল ৩৪-২ এএসআই/মোঃ মতিউর রহমান, সকলেই বায়েজিদ বোস্তামী থানা সিএমপি, চট্টগ্রাম, কং/৪৫১৭ মোঃ ওবাইদুল্লাহ, কং/৬২২৮ মোঃ সাব্বির, সাং-দামপাড়া পুলিশ লাইস্, সিএমপি, চট্টগ্রামদের সহায়তায় ২৭/০১/২০২৫ইং তারিখ ২১.৫৫ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন দাইয়া পাড়া নয়া মাজার গলি বালুর মাঠে এলাকা হইতে ৩০ পিচ গোল সেগুন কাঠসহ ১। তাওহিদুল ইসলাম তুহিন (২৪), ২। মোঃ সাইমন (২৪), ৩। মোঃ ইমরান হোসেন (২৪) দেরকে আটক করা হয়। আসামীরা বিভিন্ন সময় বিভিন্ন পাবর্ত্য এলাকা হইতে কাঠ সংগ্রহ করিয়া অসাধুভাবে লাভবানের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখিয়া অন্যত্র বিক্রয় করে।
গ্রেফতারকৃত আসামীঃ ১। তাওহিদুল ইসলাম তুহিন (২৪), পিতা-মবিন, মাতা-জান্নাতুল ফেরদৌস, সাং-বড় হুজুরের বাড়ীর পশ্চিম পার্শ্বে আমিন হাজীর বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ সাইমন (২৪), পিতা-মোঃ মনু মিয়া, মাতা-আলফা বেগম, সাং-বড় হুজুরের বাড়ীর পার্শ্বে আছ মিয়া চেরাং বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ ইমরান হোসেন (২৪), পিতা-মৃত জানে আলম, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-পশ্চিম চারিয়া, বালির বাপের বাড়ী, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বটতল মাজার গেইট, মাবুত মঞ্জিল নীচ তলা, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম
Leave a Reply