1. admin@am24newstv.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

বাগেরহাট পুলিশ লাইন স্কুলে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবাদেক..

গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান  হয়েছে।এই উপলক্ষে ২৬ জানুয়ারি রবিবার সকালে বাগেরহাট পুলিশ লাইন স্কুল মাঠে পুনাকের সভানেত্রী শোভা আরিফ প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই সময় তার সাথে জীবন সঙ্গী পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মোজাফফর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, বিদ্যালয়ের অধ্যক্ষসহ পুলিশ বিভাগের উদ্ধতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক,  অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসা অতিথিরা বর্তমান প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এবং পরিচিত করতে পিঠা উৎসব যথেষ্ট গুরুত্ব বহন করে এমনই বলছিলেন। এই পিঠা উৎসবে সকাল থেকে সুসজ্জিত  ৬ টি স্টলে গ্রাম বাংলার ঐতিহ্য অর্ধশত বিভিন্ন বাহারি পিঠা প্রদর্শন ও বিক্রয়ের জন্য রাখা হয়েছে। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025