নিজস্ব প্রতিবেদক....
তার এমন ভয়াবহ মৃত্যুর ঘটনা নিয়ে কান্নায় ভেঙে পড়েন।
মাদারীপুর জেলার শিবপুর উপজেলার ২ নং ওয়ার্ডের পাচ্চর বাসিন্দা তানভীর ইসলাম , ড্রাম ট্রাকের ধাক্কায় আট বছরের তানভীর নামের এক শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল ৪ টার সময় কমল কুন্ডুর বাসার সামনে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বালু বুঝাই টাকটি বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে শিশু তানভীরের সাইকেলে ধাক্কা দেয়। পরে শিশুটি সিটকে পরলে গুরুতর আহত হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু তানভিরকে মৃত ঘোষণা করেন।
শিশু তানভীরে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিয়ে মাদারীপুর জেলায় বাতাস ভারী হয়ে শোখের ছায়া নেমে আসে।
হেড অফিস ঢাকা ৫৭/২,চেয়ারম্যান বাড়ি,বনানী,ঢাকা-১০০০০।
বর্তমান ঠিকানা রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা
সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ সাহেব। 01304326396.01881655656.
ইমেইল:- am.24newstv@gmail.com
পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
01620842406
নির্বাহী সম্পাদক মোঃ হানিফ মাতুব্বর।
©️সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪