নিজস্ব প্রতিবেদন.
২৫ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী এক নারী গ্রেফতা।
সিএমপি'র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৮,৭৫০/- ও মাদক ব্যবসায় ব্যবহৃত ০১ টি মোবাইল ফোনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন থানা পুলিশ।
অফিসার ইনচার্জ, পাহাড়তলী থানা, জনাব মো: বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই সৌমিত্র সরকার, এসআই আলমগীর হোসেন, এসআই পারভেজ সঙ্গীয় ফোর্সসহ ইং ২৪/০১/২০২৫খ্রি: সময় ০২.৩০ ঘটিকায় পাহাড়তলী থানাধীন দুলালাবাদ ৩ নং রেল গেইট সিগনাল কলোনী গামী পাকা সড়কের উপর অভিয়ান পরিচালনা করে ১) মুন্নি আক্তার(৩৭), পিতা-মোঃ কাদের মিয়া, মাতা-সাহারা খাতুন, স্বামী-মোঃ শাহিন মিয়া, সাং-নিউ শহীদ লেইন, রৌশন শাহ মাজার সংলগ্ন, ফাতেমার ভাড়াঘর, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রামকে ০৫ কেজি গাঁজাসহ আটক পূর্বক জিজ্ঞাসাবাদের তার দেখানো ও স্বীকারোক্তি মোতাবেক আরো ০২ বস্তায় প্রতিতিতে ১০ কেজি করিয়া ২০ কেজি সহ সর্ব মোট ২৫ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং ১৭ তারিখ-২৪/০১/২০২৫, ধারা-৩৬(১) এর ১৯(গ)/৪১ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন রুজু পূর্বক মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
হেড অফিস ঢাকা ৫৭/২,চেয়ারম্যান বাড়ি,বনানী,ঢাকা-১০০০০।
বর্তমান ঠিকানা রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা
সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফ সাহেব। 01304326396.01881655656.
ইমেইল:- am.24newstv@gmail.com
পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
01620842406
নির্বাহী সম্পাদক মোঃ হানিফ মাতুব্বর।
©️সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪