1. admin@am24newstv.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

ভাড়া ছাত্রাবাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদন.

ভাড়া ছাত্রাবাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলার জামরুলতলার অক্টোর মোড় এলাকার ষষ্ঠীবাড়ি ছাত্রাবাস থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।

মৃত শিক্ষার্থীর নাম এসএম আব্দুল কাদির শরিফ (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কিশোরগঞ্জের ভৈরব থানার রঘুনাথপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর বলেন, ছাত্রাবাসের শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারি, শরিফের আজ (শনিবার) দুপুরে ছাত্রাবাসের এক বড়ভাইয়ের সঙ্গে রান্না করার কথা ছিল। তাই বড়ভাই বাজার নিয়ে এসে তাকে ডাকতে যায়। রুমের দরজায় বারবার ডাকার পর কোনো সাড়াশব্দ না পেয়ে বড়ভাই বিষয়টি ছাত্রাবাসের অন্যদের জানায়। তারাও একাধিকবার ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রুমের জানালা ভেঙে দেখে সে বিছানায় নিস্তেজ অবস্থায় পড়ে আছে। এ সময় তার শরীর বিছানায় আর পা মেঝেতে ছিল বলে জানতে পেরেছি।

ছাত্র উপদেষ্টা আরও জানান, পরে ছাত্রাবাসের শিক্ষার্থীরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মতিহার থানা পুলিশকে অবহিত করে এবং পরবর্তীতে থানা পুলিশের সহযোগিতায় রুমের দরজা ভেঙে তাকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক তার ইসিজি শেষে তাকে মৃত ঘোষণা করেন এবং আরও ৭ থেকে ৮ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে জানান।

ছাত্র উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং আগামীকাল (আজ) সকাল ৯টায় তার ময়নাতদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লাশের সুরতহাল করেছি এবং মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের আবেদন করেছি। এছাড়া ইউডি মামলা করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025