1. admin@am24newstv.com : admin :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

কুমিল্লা রিজিয়নের খাটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৬০ কেজি গাঁজা আটক।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদন….

কুমিল্লা রিজিয়নের খাটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৬০ কেজি গাঁজা আটক।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি ও অতিরিক্ত দায়িত্বে সিলেট রিজিয়ন মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল থানাধীন বিশ্বরোড গোলচত্তর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ১টি ড্রাম ট্রাককে থামানোর সংকেত দিলে সেটি না থেমে আশুগঞ্জ এলাকার দিকে দ্রুত গতিতে চালিয়ে যায়। এসময়ে উপস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ সদস্যগণ সরকারী পিকাপ যোগে ড্রাম ট্রাকটির পিছনে পিছনে ধাওয়া করে। এক পর্যায়ে হাইওয়ে পুলিশ সদস্যগণ আশুগঞ্জ থানাধীন দূর্গাপুর ইউপির দূর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সালমান ষ্টোর দোকানের বিপরীতে সিলেট হতে ঢাকাগামী মহাসড়কের উপর পৌঁছালে ড্রাম ট্রাকের অজ্ঞাত চালক এবং অজ্ঞাত নামা আরো ১জন ব্যাক্তি ট্রাকটি মহাসড়কের পাশে রেখে দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় তদন্তে ড্রাম ট্রাকটির ড্রাইভারের নাম সোহাগ মিয়া (৩২), পিতা- মো: মনু মিয়া চৌকিদার, সাং- মুইন্দ, পো: মসলিশপুর, থানা ও জেলা- ব্রাহ্মনবাড়িয়া বলে জানা যায়। অত:পর হাইওয়ে পুলিশ উপস্থিত লোকজনের সম্মুখে ড্রাম ট্রাকের পিছনের বডি হতে দুটি সাদা প্লাস্টিকের বড় ব্যাগ দেখতে পাই এবং তার একটি প্লাস্টিকের বড় ব্যাগের ভিতর খাকি রংয়ের কষ্টেপ দারা মোড়ানো নীল পলিথিনের ভিতর গাঁজার ১৬টি পুটলি ; যার প্রতিটিতে ২ কেজি করে গাঁজা এবং অপর একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর খাকি রংয়ের কষ্টেপ দারা মোড়ানো নীল পলিথিনের ভিতর গাঁজার ১৪ টি পুটলি ; যার প্রতিটিতে ২ (দুই) কেজি করে ২৮ কেজি গাঁজা সহ সর্বমোট= (৩২+২৮)=৬০ কেজি গাঁজা জব্দ তালিকা মূলে আটক করা হয়। এ ব্যাপারে ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025